
ঝিনাইদহ প্রতিনিধি: সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজিবাইক চালকের নাম শাখাওয়াত হোসেন (৪৫)। তিনি জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সোহেল রানা জানান, রাত ৩টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সঙ্গে শাখাওয়াতের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























