শাহিনুর রহমান পিন্টু:
খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম মহোদয়ের ঝিনাইদহ জেলায় আগমন উপলক্ষে ঝিনাইদহ পুলিশ লাইন্সে ফুল দিয়ে তাকে স্বাগত জানান জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা, পুলিশ সুপার,ঝিনাইদহ।
ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিল শেডে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট সমস্যা ও চাহিদার কথা ডিআইজি মহোদয়ের নিকট পেশ করেন। ডিআইজি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা,পুলিশ সুপার, ঝিনাইদহ।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল সমূহের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন জনাব মোঃ রেজাউল হক পিপিএম,ডিআইজি,খুলনা রেঞ্জ,বাংলাদেশ পুলিশ,খুলনা।
এ সময় উপিস্থিত ছিলেন জনাব তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ, জনাব মো: শহিদুল ইসলাম পিপিএম (বার), কমান্ড্যান্ট, ইন-সার্ভিস সেন্টার, জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মুহাম্মদ মহিদুর রহমান (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, জনাব মোঃ রাফিউল রহমান, সিনিঃ এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব অমিত কুমার বর্মন, সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।