
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
৫ আগষ্ট পতিত স্বৈরচার পতনের পর নানা চ্যালেঞ্জের মুখে দায়িত্ব নেয় ড. ইউনুসের নেতৃত্বে অন্র্Íবতর্ীকালীন সরকার। যে সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। কিন্তু সেই পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য সরকার বিরোধী নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন পতিত স্বৈরচার ও তার দোসরা। সেই পতিত স্বৈরচারের পক্ষ নিয়ে এবার দেশের অন্যতম মোবাইল সেবা প্রতিষ্ঠান রবি’র ঝিনাইদহ এরিয়া ম্যানেজার সুমন আকন্দ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি সরকার বিরোধী নানা যড়যন্ত্রের পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় দল বিএনপিকে নিয়েও ছড়াচ্ছেন নানা মিথ্যা তথ্য। তার এ সব কর্মকান্ডে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে।
জানা গেছে, সুমন আকন্দ রবি’র এরিয়া ম্যানেজার হিসাবে ঝিনাইদহে কর্মরত আছেন। তিনি তার ব্যাক্তিগত ফেইস বুক এ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত রাষ্ট্র বিরোধী নানা স্লোগান প্রচার করছেন । তার ফেইস বুক এ্যাকাউন্ট থেকে ড. ইউনুস সহ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিয়েও কটাক্ষ করে একাধিক ধারাবাহিক পোষ্ট করেছেন । যেখানে পতিত সরকারের দোসররা বাহবা তাকে বাহবা দিতে দেখা গেছে।
এ ঘটনায় বিষ্ময় প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা বলেন , সুমন আকন্দের পোষ্টের জন্য তাকে আইনের আওতায় আগেই আনা উচিত ছিল। তার এ কর্মকান্ড দেশ বিরোধী ষড়যন্ত্র। তাকে আইনের আওতায় না আনলে স্বৈরচারের দোসরা নিত্য নতুন কৌশলে ষড়যন্ত্রে লিপ্ত হবে।
এ ব্যাপারে রবি’র ঝিনাইদহ এরিয়া ম্যানেজার সুমন আকন্দের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























