
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা মুন্সীগন্জ এর এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার- ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানাধীন হাটখান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
২০/০৭/২৫ তারিখ বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় অভিযুক্ত আসাদ পাঠান (৪১) ও হৃদয় পাঠান (২০) নামক দুইজনকে গ্রেফতার করা হয়৷ গ্রফতারপূর্বক দেহ তল্লাশিকালে তাদের কথা মত ১০০( একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক উপস্থিত স্থানীয় বাসিন্দাদের জব্দতালিকা মূলে ট্যাবলেট গুলো জব্দ করা হয়। এ ব্যাপারে টংগিবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।