ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টাকা

টাকা
সৌমেন্দু লাহিড়ী

তেলা মাথায় তেল,
নির্দোষীর জেল,
খুনের আসামির বেল,
এই নিয়েই চলছে ভূবন,
সবই টাকার খেল।
পয়সা কাছে রইলে পরে
মন্ত্রী-নেতা পাশে ঘুরে,
দুনিয়াটা রয় হাতের মুঠোয়,
যেন পাকা বেল।
সবই টাকার খেল রে ক্ষাপা,
সবই টাকার খেল।
ধনী মানুষ দেখলে পরে
সব্বাই সমাদর করে,
সমাজ দেয় বড় আসন
এমনই মিরাকেল।
সবই পয়সার খেল রে পাগল,
সবই পয়সার খেল।
লক্ষী আসুক তাদের ঘরে,
তাইতো সবাই পুজো করে,
জ্বালায় প্রদীপ বছরভর
পুড়িয়ে ঘি আর তেল।
টাকাই হল এই জগতে
মান মাপার স্কেল।।

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা

আপডেট সময় ১২:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

টাকা
সৌমেন্দু লাহিড়ী

তেলা মাথায় তেল,
নির্দোষীর জেল,
খুনের আসামির বেল,
এই নিয়েই চলছে ভূবন,
সবই টাকার খেল।
পয়সা কাছে রইলে পরে
মন্ত্রী-নেতা পাশে ঘুরে,
দুনিয়াটা রয় হাতের মুঠোয়,
যেন পাকা বেল।
সবই টাকার খেল রে ক্ষাপা,
সবই টাকার খেল।
ধনী মানুষ দেখলে পরে
সব্বাই সমাদর করে,
সমাজ দেয় বড় আসন
এমনই মিরাকেল।
সবই পয়সার খেল রে পাগল,
সবই পয়সার খেল।
লক্ষী আসুক তাদের ঘরে,
তাইতো সবাই পুজো করে,
জ্বালায় প্রদীপ বছরভর
পুড়িয়ে ঘি আর তেল।
টাকাই হল এই জগতে
মান মাপার স্কেল।।

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।