
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দায়িত্বশীল, প্রতিশ্রুতিশীল এবং শান্তিপূর্ণ দেশ। এবং বিশ্ব পরিমণ্ডলে বর্তমানে শীর্ষস্থানীয় অবস্থান করছে বিশ্ব শান্তি অবদান রাখতে আমরা (বাংলাদেশ) সব সময় টেকসই শান্তি বিনির্মানের আশা করে।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমাটস ওয়ার্ল্ড কূটনীতিক প্রকাশনা আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ সব সময় মনে করে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারো সাথে বৈরিতা নয়।
মন্ত্রী আরও বলেন, আমরা সাংস্কৃতিক, আইনগত, আঞ্চলিক, বৈশ্বিক নিরাপত্তা, রাজনীতি এবং বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা, সহমর্মিতা এই নীতিতে বলিয়ান হয়ে শান্তির মূল বানী এবং উপাদান ছড়িয়ে দিতে চাই এই বৈশ্বিক অঞ্চলে। তার জন্য দরকার পড়ে আমাদের মানসিকতার পরিবর্তন। যা সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর।আমাদের সহিষ্ণুতা অন্য ধর্মের মানুষের প্রতি, ধর্মের প্রতি, এবং তাদের নিজস্ব সংস্কৃতির প্রতি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে বাংলাদেশ তার পাশ্ববর্তী দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড় করাতে চাই। বাংলাদেশ অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে অবকাঠামো উন্নয়ন করার মাধ্যমে আরও এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর সাহেব এনাম,চেয়ারম্যান আইইআর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, লে: জে: (অব) মাহফুজুর রহমান,সাহেদ আক্তার সাবেক রাষ্ট্রদূত ও ডিপ্লোমাটস ম্যাগাজিনের সম্পাদক। হাজী হারিস বিন ওসমান,রাষ্ট্রদূত ব্রুনাই,মিসেস শিলা পিল্লাই,
হাই কমিশনার সিঙ্গাপুর,রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক কোরিয়া,আবুল হাসান চৌধুরী সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সভাপতিত্ব করেন ডিপ্লোমাটস প্রকাশনীর নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরী ।