
জাপান তথাকথিত ‘রাডার ইলুমিনেশন’ ইস্যুকে অতিরঞ্জিত করছে, যার পিছনে গোপন উদ্দেশ্য আছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
এর আগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সমুদ্রের আকাশে, চীনের নৌবাহিনীর বিমানবাহী জাহাজ লিয়াওনিং-য়ের জে-১৫ যুদ্ধবিমান, জাপানি আত্মরক্ষা বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানকে দু’বার ‘আলোকিত’ করে। তিনি বলেন, এটি ‘বিমানের নিরাপদ উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সীমার বাইরে বিপজ্জনক আচরণ’ এবং টোকিও এর তীব্র প্রতিবাদ জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, চীনা বাহিনী নিজের অবস্থান স্পষ্ট করেছে। চীনা বাহিনীর স্বাভাবিক সামরিক কর্মকাণ্ডের সময় জাপানি যুদ্ধবিমানের ঘন ঘন ঘনিষ্ঠ নজরদারি ও হস্তক্ষেপই বরং বড় সামুদ্রিক ও বিমান নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে। এ ব্যাপারে জাপানি বক্তব্য চীনের কাছে অগ্রহণযোগ্য।
মুখপাত্র আরও বলেন, জাপান আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে চাইছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। চীনা বাহিনীর স্বাভাবিক মহড়াকে বিঘ্নিত করতে জাপানি যুদ্ধবিমানগুলো যে বিপজ্জনক অপতৎপরতা চালিয়েছে, তা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক কারসাজি ছাড়া আর কিছু নয়। জাপানের উচিত এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা।
তথ্য ও ছবি : চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 























