ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

ট্রেনে চীনা ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের স্বাদ

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

চীনা রেলপথের বসন্ত উৎসবে ডি ৮৭ ট্রেন এদিন সকালে খুনমিং থেকে যাত্রা করে। এ ট্রেনে একটি আন্তঃদেশীয় বসন্ত উৎসবের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয়।

চীন ও লাওসের বিখ্যাত ও জনপ্রিয় কন্ঠশিল্পী এ ট্রেনে এবারের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা করেছেন। ইউননান প্রদেশের শিশুয়াংবান্নার ঐতিহ্যবাহী নাচ ও গান এবং লাওসের ঐতিহ্যগত নাচ যাত্রীদেরকে আকর্ষণ করেছে। যাত্রীরা পরিবেশন উপভোগের পাশাপাশি নিজেরা গল্প বিনিময় করেন।

যাত্রীরা বলেন, এবারের অনুষ্ঠানে ইউননানের পু-এর চা ও কফি পান করেছেন। ট্রেনে চীনা ঐতিহ্যবাহী কাগজ-কাটা নকশা দিয়ে সাজানো হয়। তাঁরা বসন্ত উৎসবের স্বাদ উপভোগ করেছেন।

এবারের ট্রেনে বসন্ত উৎসব অনুষ্ঠান হলো ২০২৫ সালে ‘একই নদীর ও একই পরিবার’ শীর্ষক বসন্ত উৎসবের সাংস্কৃতিক কার্যক্রমের প্রথম অনুষ্ঠান। এটি হলো ‘বসন্ত উৎসব: চীনাদের ঐতিহ্যগত নববর্ষ উদযাপনের সামাজিক অনুশীলন’ ইউনেস্কের মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম আন্তঃদেশীয় বসন্ত উৎসব সম্পর্কিত সাংস্কৃতিক কার্যক্রম।

উল্লেখ্য চীনা কমিউনিস্ট পার্টির ইউননান প্রদেশের প্রচার বিভাগ ও লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে ইউননান বেতার ও টেলিভিশন কেন্দ্র, ইউননান ডেইলি পত্রিকা গোষ্ঠী, ইউননান প্রদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আন্তর্জাতিক প্রচার কেন্দ্র এবং চীনা রেলপথের খুনমিং ব্যুরো যৌথভাবে এবারের অনুষ্ঠান আয়োজন করে।

জানা গেছে, ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বসন্ত উত্সব সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম লাওসে আয়োজিত হয়। এর মধ্যে ‘একই পরিবার’ নামের মেলাঁয় চীনের বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী হয়। এটি লাও নাগরিকদেরকে চীনা বসন্ত উত্সবের সংস্কৃতি উপভোগের অভিজ্ঞতা প্রদান করে। এ ছাড়াও এ সময় চীন-লাওস সাংস্কৃতিক গণমাধ্যম সংলাপ আয়োজিত হবে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

ট্রেনে চীনা ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের স্বাদ

আপডেট সময় ০৯:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

চীনা রেলপথের বসন্ত উৎসবে ডি ৮৭ ট্রেন এদিন সকালে খুনমিং থেকে যাত্রা করে। এ ট্রেনে একটি আন্তঃদেশীয় বসন্ত উৎসবের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয়।

চীন ও লাওসের বিখ্যাত ও জনপ্রিয় কন্ঠশিল্পী এ ট্রেনে এবারের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা করেছেন। ইউননান প্রদেশের শিশুয়াংবান্নার ঐতিহ্যবাহী নাচ ও গান এবং লাওসের ঐতিহ্যগত নাচ যাত্রীদেরকে আকর্ষণ করেছে। যাত্রীরা পরিবেশন উপভোগের পাশাপাশি নিজেরা গল্প বিনিময় করেন।

যাত্রীরা বলেন, এবারের অনুষ্ঠানে ইউননানের পু-এর চা ও কফি পান করেছেন। ট্রেনে চীনা ঐতিহ্যবাহী কাগজ-কাটা নকশা দিয়ে সাজানো হয়। তাঁরা বসন্ত উৎসবের স্বাদ উপভোগ করেছেন।

এবারের ট্রেনে বসন্ত উৎসব অনুষ্ঠান হলো ২০২৫ সালে ‘একই নদীর ও একই পরিবার’ শীর্ষক বসন্ত উৎসবের সাংস্কৃতিক কার্যক্রমের প্রথম অনুষ্ঠান। এটি হলো ‘বসন্ত উৎসব: চীনাদের ঐতিহ্যগত নববর্ষ উদযাপনের সামাজিক অনুশীলন’ ইউনেস্কের মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম আন্তঃদেশীয় বসন্ত উৎসব সম্পর্কিত সাংস্কৃতিক কার্যক্রম।

উল্লেখ্য চীনা কমিউনিস্ট পার্টির ইউননান প্রদেশের প্রচার বিভাগ ও লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে ইউননান বেতার ও টেলিভিশন কেন্দ্র, ইউননান ডেইলি পত্রিকা গোষ্ঠী, ইউননান প্রদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আন্তর্জাতিক প্রচার কেন্দ্র এবং চীনা রেলপথের খুনমিং ব্যুরো যৌথভাবে এবারের অনুষ্ঠান আয়োজন করে।

জানা গেছে, ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বসন্ত উত্সব সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম লাওসে আয়োজিত হয়। এর মধ্যে ‘একই পরিবার’ নামের মেলাঁয় চীনের বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী হয়। এটি লাও নাগরিকদেরকে চীনা বসন্ত উত্সবের সংস্কৃতি উপভোগের অভিজ্ঞতা প্রদান করে। এ ছাড়াও এ সময় চীন-লাওস সাংস্কৃতিক গণমাধ্যম সংলাপ আয়োজিত হবে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।