মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
প্রাথমিক শিক্ষকদের ১০ম তম গ্রেড বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সকল শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ শে সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ইউএনও’র কাছে প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে উপজেলার চৌরাস্তায় ৩ শতাধিক শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে তাঁদের বক্তব্যে শিক্ষকগণ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। দেশ বর্তমানে উন্নয়নশীল দেশের কাতারে। দেশের মানুষের মাথাপিছু আয় ২৭৯৩ ডলার। কিন্তু হতাশার ব্যাপার দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্বের অন্যান্য দেশের শিক্ষকদের থেকে হতাশাব্যঞ্জক। স্নাতক সমমান পাশ শিক্ষকদের বেতন গ্রেড ১৩ তম আর অষ্টম শ্রেণি পাশ ড্রাইভারদের বেতন গ্রেড ১২তম। আমরা এ বৈষম্যের অনতিবিলম্বে নিরসন চাই।
মানববন্ধনে সহকারী শিক্ষক ওয়ালিউর রহমান মডেল বলেন, বৈষম্য বিরোধী দেশের আমাদের সাথে কেন এ বৈষম্য। আমরা স্নাতক পাশ করা সত্ত্বেও ১৩তম গ্রেড আর অন্যান্য পেশায় স্নাতক পাশদের ১০ম তম গ্রেড। আমরা ১০ম তম গ্রেড বাস্তবায়ন চাই।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ সিদ্দিকী বলেন, অন্যান্য পেশার মত স্নাতক পাশে আমরাও আমাদের ১০ম তম গ্রেড চাই। আমরা কেন বৈষম্যের শিকার হবো। আপনারা ১৩ তম গ্রেডে আমাদের বেতন দিবেন আর আশা করবেন ১ নাম্বার কাজটি তা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের নুন আনতে পান্তা ফুরায়। ১০ম তম গ্রেড বাস্তবায়ন না হলে সারাদেশের শিক্ষকরা আন্দোলনে নেমে পড়বে। আমরা চাইনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক। তাই আপনারা আমাদের যৌক্তিক দাবী মেনে নিবেন।
এসময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।