
একশ্রেণীর জাপানি রাজনীতিবিদ ও গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বিভ্রান্ত করার এবং তাদের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে, যা দায়িত্বজ্ঞানহীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, গত ১৫ নভেম্বর (শুক্রবার), এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র লিন বলেন, জাপানি ডানপন্থী ও জাপানি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চীনা কূটনীতিকদের বিরুদ্ধে কিছু চরম ও হুমকিমূলক বক্তব্য রয়েছে। চীন এতে উদ্বিগ্ন এবং জাপানকে এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার, তদন্ত করার, ও এ ধরণের আচরণ বন্ধ করার দাবিও জানাচ্ছে।
তিনি আরও বলেন, জাপান সরকারকে সমস্যার মূল খুঁজে বের করতে এবং অবিলম্বে এমন গুরুতর মন্তব্য সংশোধন ও প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সূত্র: অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 


























