
স্টাফ রির্পোটার
আইন; বিধিবিধান কোনো কিছুই মানতে রাজি নয় তারা। কথা একটাই ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি দেয়া যাবে না। অথচ অধিদপ্তরের সম্প্রসারণের সমস্ত কাজই করেন উপসহকারী কৃষি অফিসারগণ। আর সমস্ত সুবিধাই লুটে নিচ্ছেন কৃষিবিদরা।
গ্রাম্য প্রবাদ- ‘ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাসে’। এরকমই এক প্রবাদের বাস্তব প্রমাণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দীর্ঘ ৩৫ বছর একই পদে চাকুরী করার পর বদনাম গোছাতে আর মুখ বাঁচাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)২০২২ সালে ধাপে ধাপে ৪৫০ জন উপসহকারী কৃষি অফিসারকে একই গ্রেডে ও নিজ বেতনে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়। ইতোমধ্যে পদোন্নতি প্রাপ্ত ৩১৩ জন চলতি দায়িত্ব নিয়েই অবসরে চলে গেছেন। কিন্তু তাদের চলতি দায়িত্ব উঠেনি।
পদোন্নতি প্রাপ্তদের সকলেই জানান- তাদের এই প্রমোশন প্রহসন ছাড়া আর কিছুই নয়। কারণ একই গ্রেডে ও নিজ বেতনে কোনো পদোন্নতি হয় না। ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন (ডিকেআইবি) এটিকে নজিরবীহিন বলে আখ্যা দিয়েছেন। কারণ উপসহকারী কৃষি অফিসার ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের বেতন একই গ্রেড বা ১০ম গ্রেড।
এই জটিলতা ও সংকট নিরসনের জন্য কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিধি পরিবর্তনের প্রস্তাব পাঠাতে নির্দেশ দিয়েছে বহুবার। কিন্তু খামারবাড়ি কোনো নির্দেশই মানছেন না। কৃষি মন্ত্রণালয় ২০০৮ সালে ০২ বার, ২০০৯ সালে ১ বার, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়, ২০১৮ সালে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি, একই বছর জনপ্রশাসন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় ০২ দফা, সর্বশেষ চলতি বছররের গত মার্চ মাসে কৃষি মন্ত্রণালয় আবারো ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি অফিসার সমমান পদধারীদের নিয়োগ বিধি পরিবর্তন করে প্রস্তাব পাঠাতে নির্দেশ দেন। কিন্তু খামারবাড়ি গত ১৮ বছরেও এই নিয়োগ বিধি পরিবর্তনে বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। খামারবাড়ি কোনো পরোয়াই করছেনা। ইতোমধ্যে কৃষিবিদ কর্মকর্তারা এর বিরুদ্ধে কেআইবিতে মিটিং করেছেন।
তাদের বক্তব্য হলো- কোনো ভাবেই উপসহকারী কৃষি অফিসারদেরকে ৯ম গ্রেডে প্রমোশন দেয়া যাবে না। কেন দেয়া যাবে না তার যৌক্তিক কোনো কারণ নাই। এনিয়ে উপসহকারী কৃষি অফিসারদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এই প্রেক্ষিতে উপসহকারী কৃষি অফিসারদের সংগঠন ডিকেআইবি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষকে। তারা মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। ডিকেআইবি অবিলম্বে বৈষম্য নরসনে সরকারের কৃষি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।