
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. আশিকুজ্জামান নজরুলের পিতা মো. সুরুজ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর শেখেরপাড়া তার দাফন সম্পন্ন হয়।
তিনি বুধবার ১০ ডিসেম্বর দুপুর ২টা ৩০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৩ নভেম্বর রবিবার তিনি অসুস্থ হলে প্রথমে জহরুল ইসলাম মেডিকেল প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ১শত বছর।
বৃহস্পতিবার সকাল ১১টায় চান্দপুর শেখেরপাড়া হযরত মিয়াচাঁন শাহ (র.) এর মাজার প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে
এইসময় জানাজায় উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. জালাল উদ্দীন
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সদ্য সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আসফাক আহমেদ দাদন সহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপি নেতা কর্মীরা মরহুমের জানাযার নামাজের পর চান্দপুর সেকেরপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























