ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo দেশের বৃহত্তম নগরী চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণে কালক্ষেপন মেনে নেয়া হবে না-ক্যাব  Logo ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ১ জনের কারাদণ্ড  Logo চীনের মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ প্রকল্প Logo বিশ্বের দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি কখনও কমবে না : চীনা প্রতিনিধি ফু ছুং Logo চীনে প্রবেশ ও প্রস্থানের পরিমাণ ৪৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo চীনের বৈদেশিক বাণিজ্য নতুন রেকর্ড Logo চীন-গ্রেনাডা সম্পর্ক দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: সি Logo বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকাঃ

তথ্য সংগ্রহ করতে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। সেখানে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম তার বাড়ির আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তার এক সপ্তাহ আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক উপপরিদর্শক ও (এসআই) তার গ্রামের বাড়িতে গিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী জানান, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে জানতে চেয়েছেন। তার কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন এসব। পাশাপাশি ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তাও জানতে চেয়েছেন। তিনি ছাড়াও পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। একপর্যায়ে ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত জানতে চান।

তথ্য সংগ্রহের বিষয়ে এএসআই মো. আজম বলেন,হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। যোগাযোগ করা হলে হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, আমরা তথ্যগুলো নিয়ে রেখেছি। কেন নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। পরে শুনেছি, তারা নিজেরা সেখানে গিয়েও তথ্য নিয়েছেন। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে, সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে সপ্তাহখানেক আগে তথ্য নিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লোকজন জানিয়েছেন, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে থাকেন না। লোকজন ড. ইউনূস সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্য সংগ্রহ করেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে মঈনুল ইসলাম বলেন, কেউ বলেননি। নিজ থেকে নিয়ে রেখেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট

SBN

SBN

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

আপডেট সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকাঃ

তথ্য সংগ্রহ করতে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। সেখানে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম তার বাড়ির আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তার এক সপ্তাহ আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক উপপরিদর্শক ও (এসআই) তার গ্রামের বাড়িতে গিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী জানান, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে জানতে চেয়েছেন। তার কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন এসব। পাশাপাশি ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তাও জানতে চেয়েছেন। তিনি ছাড়াও পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। একপর্যায়ে ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত জানতে চান।

তথ্য সংগ্রহের বিষয়ে এএসআই মো. আজম বলেন,হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। যোগাযোগ করা হলে হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, আমরা তথ্যগুলো নিয়ে রেখেছি। কেন নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। পরে শুনেছি, তারা নিজেরা সেখানে গিয়েও তথ্য নিয়েছেন। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে, সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে সপ্তাহখানেক আগে তথ্য নিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লোকজন জানিয়েছেন, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে থাকেন না। লোকজন ড. ইউনূস সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্য সংগ্রহ করেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে মঈনুল ইসলাম বলেন, কেউ বলেননি। নিজ থেকে নিয়ে রেখেছি।