ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কবরস্থানেও অনিয়ম-দূর্নীতি, হাত দিলেই খসে পড়ে ঢালাই Logo খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য…বরকত উল্লাহ বুলু Logo বাংলাদেশি বংশদ্ভূত মাহিদকে বিয়ে করে খুশি মালদ্বীভিয়ান কন্যা মাইশা Logo আমতলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo রূপসায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা Logo নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদলকর্মী আটক Logo মানুষ ইলিশের স্বাদ ভুলতে বসেছে Logo শেরপুরে শাহী বারোদুয়ারী মসজিদ” ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন Logo ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগ, দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo শেরপুরে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনা সহ দুই জন আটক

এম এ মাইকেলঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার দুপুর ০২.০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপী এলাকা থেকে মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামীয় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদ্বয়কে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে মোঃ হাছান (৩৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম ও মোঃ শাহাজান (৪৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

দুইজনের কাছে থাকা সর্বমোট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১,০৭,০৪,৩০০/-(এক কোটি সাত লক্ষ চার হাজার তিনশত) টাকা। উল্লেখ্য যে, স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

ধৃত আসামী মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়ের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধৃত আসামীদ্বয় অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগীতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কবরস্থানেও অনিয়ম-দূর্নীতি, হাত দিলেই খসে পড়ে ঢালাই

SBN

SBN

ঢাকা বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনা সহ দুই জন আটক

আপডেট সময় ০২:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

এম এ মাইকেলঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার দুপুর ০২.০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপী এলাকা থেকে মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামীয় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদ্বয়কে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে মোঃ হাছান (৩৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম ও মোঃ শাহাজান (৪৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

দুইজনের কাছে থাকা সর্বমোট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১,০৭,০৪,৩০০/-(এক কোটি সাত লক্ষ চার হাজার তিনশত) টাকা। উল্লেখ্য যে, স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

ধৃত আসামী মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়ের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধৃত আসামীদ্বয় অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগীতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’