
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দক্ষিণ কেরানিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনে পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
২৩ ডিসেম্বর আয়োজিত পুলিং এজেন্টদের কে প্রশিক্ষণ দেন দা ইভেনটর কোম্পানির সিইও মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, একটি নির্বাচন কে গ্রহণ যোগ্য করতে এবং শান্তি পূর্ণ ভাবে ভোট প্রদানে পুলিং এজেন্টদের ভূমিকা অনেক বেশী। তাই এ প্রশিক্ষণের আয়োজন করেছি। অনেক যাচাই বাঁচাই করে ১৭ শ পুলিং এজেন্টদের কে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষনে এ সময় আর-ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান শাকুর হোসেন প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























