মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: শাহবাগ থানার এসআই হারুন-অর রশিদ বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরে কল পেয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আনন্দবাজারে ঢাবির একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনে ময়লার স্তূপ থেকে ময়লা লুঙ্গি দিয়ে প্যাঁচানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করি।’
রাজধানীর শাহবাগ থানাধীন আনন্দবাজার এলাকার ফুটপাতে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কাছে আনোয়ার পাশা ভবনের সামনের ফুটপাত থেকে শুক্রবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরে কল পেয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আনন্দবাজারে ঢাবির একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনে ময়লার স্তূপ থেকে ময়লা লুঙ্গি দিয়ে প্যাঁচানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুই নবজাতকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাতে যেকোনো এক সময় দুটি নবজাতকের মরদেহ কে বা কারা ময়লার স্তূপে ফেলে রেখে গেছে।’