৯ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বুদাপেস্টে বৈঠক করেছেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিয়েছেন।
সি চিন পিং উল্লেখ করেছেন যে, বর্তমানে চীন ও হাঙ্গেরির সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে রয়েছে। দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের উচ্চমানের উন্নয়ন বজায় রয়েছে। দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থা দিন দিন বাড়ছে। চলতি বছর হল দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের উচিত ভালো বন্ধু এবং ভালো অংশীদার হওয়া, নতুন যুগে সব পরিস্থিতিতে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থাপনের সুযোগে, দু’দেশের সহযোগিতায় নতুন শক্তি যোগানো, দু’দেশের জনগণের জন্য আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন, তাওয়ান, হংকং ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে হাঙ্গেরি চীনকে যে দৃঢ়ভাবে সমর্থন করে, চীন তার প্রশংসা করে। চীন হাঙ্গেরির সঙ্গে দু’দেশের উন্নয়নের কৌশলের সংযোগ জোরদার করতে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ’- বিআরআই সহযোগিতার আওতায় দু’দেশের মধ্যে অবকাঠামো, সবুজ জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করতে এবং পরিচ্ছন্ন জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।
দু’নেতা ইউক্রেন সংকট নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন সবসময় শান্তি আলোচনা সমর্থন করে এবং অব্যাহতভাবে শান্তি অর্জনের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।