
মুনতাসীর মামুন
বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ক্রমেই পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। গত ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সোমবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ১৭ এবং ১৮ অক্টোবর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে। তবে পরবর্তী পাঁচদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এদিকে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর, খুলনা এবং মংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি।