
মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮’ম জন্মদিন পালন করেন যুবদল মালদ্বীপ। সোমবার (২১, নভেম্বর) রাত ১১টায় রাজধানীর তান্দুরি ফ্লেম্স রেস্টুরেন্টের পার্টি হলে মালদ্বীপ যুবদলের উদ্যোগে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. সোহেল বিন রাজ্জাক এর সঞ্চালনায়, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে, উক্ত কেক কাটা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বিএনপি মালদ্বীপ শাখার সহ-প্রচার সম্পাদক মো. হালিম ভুঁইয়া, প্রস্তাবিত যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আল আমিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবু জাহের, যুগ্ম-সম্পাদক মাসুম মুন্না, যুগ্ম-সম্পাদক রমজান আলী, যুগ্ম-সম্পাদক আবদুল কাইয়ুম শিকদার, যুগ্ম-সম্পাদক এমরান হোসেন প্রমুখ।
প্রস্তাবিত সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, অত্যাচার নির্যাতন করে তারেক রহমানের জনপ্রিয়তাকে ঢেকে রাখা যাবেনা। গণতন্ত্র পূনরুদ্বারে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজ পথে আছে এবং থাকবে।
পরে কেক কেটে তারেক রহমানের ৫৮’ম জন্মদিন পালন করেন মালদ্বীপ যুবদলের সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ সুস্থতা কামনা করে মোনাজাত করেন মাওলানা তাইজুল ইসলাম।
মুক্তির লড়াই ডেস্ক : 



























