
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সাক্ষাৎ শেষে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলটি বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তার দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তারা বলেন, সংখ্যালঘুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনন্য।
তিনি আরও জানান, ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এসব আদর্শ ও মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় জবাবে তারেক রহমান বলেন, তিনি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নন। বাংলাদেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার।
তারেক রহমান প্রতিনিধি দলের উদ্দেশে বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় এক—আমরা সবাই বাংলাদেশি। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে আমি অবিচল থাকব। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে।”
মুক্তির লড়াই ডেস্ক : 

























