সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ছোট বোনের সাথে অভিমান করে ভাই ১৩ বছর বয়সী সজিব নামের এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে উপজেলার সোনাকাটা ইউপির ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজিব ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, আপন ছোট বোন তানিশার সঙ্গে দরজা খোলাকে কেন্দ্র করে ভাই বোনের মাঝে মনোমালিন্যের এক পর্যায়ে অভিমান করে সজিব বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।