
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ তিন বছর পরে আজ রবিবার (১৫ জানুয়ারী) যুবলীগের তালতলী উপজেলা কমিটির যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা ও শামীম পাটোয়ারী সঞ্চালনায় এবং আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বেলা ১২টার সময় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে,২০১৯ সালের ২৫ জুলাই মোঃ মারুফ রায়হান তপুকে আহ্বায়ক এবং মোঃ শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে বরগুনা জেলা যুবলীগের নতুন কমিটি।
যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হালদার এবং বিশেষ উপস্থিত হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম,কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুম মিঠু।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবীউল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিউজ্জামান তনু। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র হালদার বলেন,নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























