
এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
কুমিল্লার তিতাসে হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ১২ নভেম্বর ২৪ তারিখ তিতাস থানাধীন জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ স্বপন ভূইয়া (৩৯), পিতা-সোবহান ভূইয়া, মাতা-লতিফা বেগম, সাং-ওমরপুর,থানা-তিতাস, জেলা-কুমিল্লা’র হত্যাকান্ডের ঘটনায় তিতাস থানার মামলা নং-০৫ তারিখ -১৪/১১/২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
অদ্য ১৪/০৪/২৫ ইং তারিখ তিতাস থানা পুলিশ উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ১ নং আসামি মোঃ আসিফ (৩২) এবং ৪ নং আসামি মোঃ রাহিম বাবু (২৬), উভয় পিতা- সামছুজ্জামান, মাতা-বিউটি আক্তার, সাং-ওমরপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা কে অভিযান পরিচালনা করে আসামিদের বোনের শ্বশুর বাড়ি হতে গ্রেফতার করে।
ইতিপূর্বে তিতাস থানা পুলিশ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন আসামি কে গ্রেফতার করে এবং এজাহারনামীয় ০৮ জন আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।