
আমার কলমে আমার ভালোবাসার এক আত্মজন শিহাব রিফাত আলমকে স্যালুট জানাই
…. সুশান্ত ঘোষ
শিহাব রিফাত আলম মানবতার এক দৃষ্টান্ত তুমি,
তোমার কর্মে অভিভূত সমাজের সৃজনশীল ভূমি ।
জাগ্রত’এর মহানায়ক তুমি অসহায় এর বন্ধু,
সৃষ্টিশীল নিরলস প্রয়াসে তুমি ভালোবাসার নদী সিন্ধু।
যতই দেখি কর্মকান্ড তোমার আমি হয়ে যাই হতবাক,
কলমে সমৃদ্ধ প্রতিবাদে দেখি স্বার্থপর মানুষেরা নির্বাক ।
সমাজের মাঝেই প্রয়োজন তোমার হে জাগ্রত বীর,
প্রতিবাদের কন্ঠস্বরে দিশা পাক অবহেলিত মানুষের তীর।
সত্যিই তুমি মহানায়ক রইল অগণিত অবহেলিতের প্রত্যাশা,
তোমার উদাহরণ মানবতা জুড়েই জানাই অন্তরের ভালোবাসা ।
ভালোবাসায় স্যালুট জানাই তোমাকে হে জাগ্রত মহানায়ক ।
সুশান্ত ঘোষ
কবি সাহিত্যিক ও সংগঠক
পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা
নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক
মুক্তির লড়াই ডেস্ক : 


























