ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

তুমি যখন বৃষ্টি হয়ে নামো

সেন্টু রঞ্জন চক্রবর্তী

তুমি যখন বৃষ্টি হয়ে নামো
নেচে বেড়াও আমার উঠুন জুড়ে,
আমি তখন বাড়িয়ে দুহাত তোমায়
নেই কুড়িয়ে ভীষণ আপন করে।

তুমি আমায় ভিজিয়ে দিয়ে
কি মহিমায় খেলো কি যে খেলা,
বৃষ্টিতো নয় এ যেনোগো
স্বর্গ সুখের অপার শান্তি মেলা।

তুমি যখন আসো নেমে
দিনের আলো হারায় আঁধার কোলে,
রোজ বিকেলে বিদায় মাগে
সারা দিনের সকল কথা সকল ব্যথা ভুলে।

তোমায় দেখে চাঁদের আলো
পথ দেখিয়ে যখন নিয়ে আসে,
আকাশ ভরা তারারা সব লজ্জা পেয়ে
মুখ লুকিয়ে হাসে।

সন্ধ্যারতির জ্বালিয়ে আলো জোনাকিরা
প্রার্থনাতে যাচে যেমন সুখ,
তেমনি আমি মিটাই মনের জ্বালা
বৃষ্টি ভিজে শান্ত করি অগ্নিদগ্ধ বুক।

আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

তুমি যখন বৃষ্টি হয়ে নামো

আপডেট সময় ০৯:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

সেন্টু রঞ্জন চক্রবর্তী

তুমি যখন বৃষ্টি হয়ে নামো
নেচে বেড়াও আমার উঠুন জুড়ে,
আমি তখন বাড়িয়ে দুহাত তোমায়
নেই কুড়িয়ে ভীষণ আপন করে।

তুমি আমায় ভিজিয়ে দিয়ে
কি মহিমায় খেলো কি যে খেলা,
বৃষ্টিতো নয় এ যেনোগো
স্বর্গ সুখের অপার শান্তি মেলা।

তুমি যখন আসো নেমে
দিনের আলো হারায় আঁধার কোলে,
রোজ বিকেলে বিদায় মাগে
সারা দিনের সকল কথা সকল ব্যথা ভুলে।

তোমায় দেখে চাঁদের আলো
পথ দেখিয়ে যখন নিয়ে আসে,
আকাশ ভরা তারারা সব লজ্জা পেয়ে
মুখ লুকিয়ে হাসে।

সন্ধ্যারতির জ্বালিয়ে আলো জোনাকিরা
প্রার্থনাতে যাচে যেমন সুখ,
তেমনি আমি মিটাই মনের জ্বালা
বৃষ্টি ভিজে শান্ত করি অগ্নিদগ্ধ বুক।