
স্টাফ রিপোর্টার
তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের ২০২৫-২০২৭ ইং মেয়াদ কালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের নিমিত্তে উপদেষ্টা মন্ডলী ও স্থানীয় সুশীল সমাজের সিদ্ধান্ত অনুযায়ী তেজগাঁও সর্বজনীন পূজা মন্দিরের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০২৫-২০২৭ কমিটিতে নিতাই চন্দ্র সাহা প্রাক্তন সিনিয়র জেলা ও দায়রা জজ সভাপতি, সঞ্জীব কুমার সাহা সহ-সভাপতি, খোকন শর্মা সহ-সভাপতি, অরুন ভৌমিক সহ-সভাপতি, দীপক লাল কর্মকার সহ-সভাপতি, বীরেন দেবনাথ সহ-সভাপতি, শিশির রঞ্জন দাস সহ-সভাপতি, ভবেশ গোস্বামী সহ-সভাপতি, ডা. রনধীর কুন্ড সহ-সভাপতি, প্রকৌশলী ধীরেন দেবনাথ সাধারণ সম্পাদক, অশোক ধর যুগ্ম সাধারণ সম্পাদক,
নিহার বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক, ঝন্টু চন্দ্র সাহা অর্থ সম্পাদক, নারায়ন চন্দ্র দে যুগ্ম-অর্থ সম্পাদক, ইঞ্জি. উত্তম কুমার দাস সাংগঠনিক সম্পাদক৷ শ্যামল মিত্র সহ-সাংগঠনিক সম্পাদক
বিশ্বজিত রায় দপ্তর-সম্পাদক, সঞ্জীব মৈত্র প্রচার সম্পাদক, যদুনাথ ঘোষ সহ-প্রচার সম্পাদক
এ্যড. বিনয় কৃষ্ণ পোদ্দার আইন বিষয়ক সম্পাদক, অপূর্ব কুমার রাহুত গণ-সংযোগ সম্পাদক, প্রকাশ কুমার দাস গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মৃত্যুঞ্জয় রায় তপন সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, অরুন চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, সবিতা দাস ঐশী সহ-সাংস্কৃতিক সম্পাদক, প্রদীপ কুমার সাহা সমাজ কল্যান সম্পাদক, কেশব সেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাবুল চন্দ্র ঘোষ ধর্মীয় বিষয়ক সম্পাদক, কবিতা রানী পাল মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, কাকলী নাগ সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, অসীম কুমার দাস ছাত্র যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক, দিপ্তী রানী সাহা পূজা বিষয়ক সম্পাদক, মিনা ভৌমিক সহ-পূজা বিষয়ক সম্পাদক, সঞ্জয় কুমার দাস শিক্ষা-বিষয়ক সম্পাদক, অসীম কুমার দে সদস্য,
সুবর্না দাস সদস্য, সুপ্রিয়া রানী সাহা সদস্য, রতন কুমার রায় সদস্য, গৌরী কর্মকার সদস্য, দুলাল দেবনাথ সদস্য, বকুল রানী দেবী সদস্য
টুম্পা দাস সদস্য, নিমাই চন্দ্র দাস সদস্য, প্রনব কুমার রায় সদস্য, প্রদীপ কুমার পাল সদস্য
সুমন দে সদস্য, সুদীপ কুমার ভদ্র সদস্য
মৌসুমী সাহা সদস্য, পরিমল চন্দ্র পাল সদস্য
জয়ন্তী ধর সদস্য, আরতী বসাক সদস্য।