সুক্রিয়া দাস
তোমার জন্য একান্তে একটি দ্বীপ হতে পারি,
যুগ থেকে যুগান্তরে অপেক্ষার প্রহর গুনতে পারি,
যে দিন তুমি আসবে, উন্মুক্ত সলিলে স্নান করো,
ভালোবাসার জোয়ারে প্রেমের উষ্ণতা হবে যেনো অনেক গাঢ়।
তোমার জন্য চাঁদের জোৎস্না হতে পারি,
মিষ্টি আলোয় রঙিন প্রেম ছড়াতে পারি,
হৃদয় সমুদ্রে যখন বইবে অশান্ত প্লাবন,
বুঝবে তোমার জন্য ছটফট করছে আমারও মন।
তোমার জন্য লাল গোলাপের পাপড়ি হতে পারি,
প্রভাতের স্নিগ্ধতায় দুই ঠোঁটের ফাঁকে চুম্বন আঁকতে পারি,
শিহরিত হবে যখন তোমার সারা শরীর,
জানবে আমাদের প্রেমের আকাশে পড়েছে গোলাপী আবির।
তোমার জন্য আমি পর্বত হতে পারি,
হাজার ঘাত প্রতিঘাত সহ্য করতে পারি।
তুমি চিৎকার করে যখন ডাকবে আমায়,
প্রতিধ্বনিত হবে আমার উপস্থিতি শব্দের বার্তায়।
তোমার জন্য ভোরের কুয়াশা হতে পারি,
সাদা চাদরে তোমায় জড়িয়ে ধরতে পারি।
ঘুম ঘুম চোখে যখন প্রেমের তৃষ্ণা জাগবে,
দেখবে সারা প্রকৃতি এমন দৃশ্যের সাক্ষী থাকবে।