
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় চীনকেও যুক্ত করা ব্যাপারে তিনি আশাবাদী। বস্তুত, এ ধরনের আশাবাদ যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, গত (বুধবার) বেইজিংয়ে, এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, সবচেয়ে বেশী পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশের উচিত, পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য বিশেষ ও প্রাথমিক দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা, পারমাণবিক অস্ত্র উল্লেখযোগ্য হারে হ্রাস করা, এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করা।
তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি মোটেও এক স্তরের নয়; দুই দেশের পারমাণবিকনীতি ও কৌশলগত নিরাপত্তার পরিবেশও সম্পূর্ণ ভিন্ন। এ প্রেক্ষাপটে, চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা বাস্তবসম্মত নয়।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।