মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় পিকআপ চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।