ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস নির্ধারিত স্হানে বাস্তবায়নের দাবি Logo আইএসইউতে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত Logo মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত–গলা বাঁধা শিশুর লাশ উদ্ধার Logo কুমিল্লায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত (ভিডিও) Logo রূপসায় শিক্ষার্থীদের পারাপারের সুবিধার জন্য নৌকা প্রদান Logo নার্সিং প্রশাসন বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন Logo অন্যের সাথে আপনার সন্তানকে তুলনা করবেন না,.. হাসনাত আবদুল্লাহ Logo শাহরাস্তিতে চাচাকে কুপিয়ে জখম, ভাতিজা সহ আটক ২ Logo ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সুন্দরবনে অস্ত্র সরবরাহকারীকে আটক

থমাস বাখের কাছ থেকে সনদ পেল সিএমজি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ, গত (শুক্রবার), হারবিন নবম এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি এবং চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়ুং যৌথভাবে, সিএমজি-র ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমসের আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল প্রোডাকশন টিমকে সনদ প্রদান করেন।

এ সময় বাখ বলেন, হারবিন এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টারে সিএমজি-র পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি খুব আনন্দিত। সিএমজি-র আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার, ইয়াবুলি প্রোডাকশন সেন্টার সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সিএমজি-র শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রচার ক্ষমতা অলিম্পিক চেতনা প্রচারে দুর্দান্ত অবদান রাখছে। বরফ ও তুষার ক্রীড়ার প্রতি মানুষের উত্সাহ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাখ বলেন, গেল কয়েক বছর ধরেই আমরা সিএমজি-র অলিম্পিক চ্যানেল চালু হওয়ার সাক্ষী। টোকিও অলিম্পিক গেমস, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস, এবং প্যারিস অলিম্পিক গেমসকে কেন্দ্র করে আমরা সিএমজি-র সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করেছি এবং তা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমস এক বছরের মধ্যে শুরু হবে। আমরা বিশ্বাস করি যে, সিএমজি পুরোপুরিভাবে গেমস সম্প্রচারে প্রস্তুত। আমরা সিএমজি-র অলিম্পিক সম্প্রচার কভারেজে উদ্ভাবনী উপস্থাপনা পদ্ধতি নিয়ে আসার এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে একটি নতুন অলিম্পিক দেখার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

অনুষ্ঠানে শেন হাই সিয়ুং বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের পর চীনে অনুষ্ঠিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার প্রতিযোগিতা হলো হারবিন এশিয়ান শীতকালীন গেমস। এই গেমসে, সিএমজি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় বরফ ও তুষার ইভেন্টের প্রধান সম্প্রচার পরিষেবা দেওয়ার দায়িত্ব নিয়ে, একটি সম্প্রচার দল প্রেরণ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে যৌথভাবে, সিএমজি “দ্রুততর, উচ্চতর, শক্তিশালী – আরও ঐক্যবদ্ধ” অলিম্পিক নীতিবাক্যের চেতনাকে সমুন্নত রাখবে; সিএমজির সম্পদ, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম সুবিধার পূর্ণ ব্যবহার করবে; বিশ্বমানের ইভেন্ট উত্পাদন ও সম্প্রচার ক্ষমতার সাথে উদ্ভাবনী ধারণাকে একীভূত করবে; আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রচারক ও শক্তিশালী যোগাযোগকারী হয়ে উঠবে; এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে চীনের ক্রীড়াচেতনা ও অলিম্পিক চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

সূত্র:শুয়েই-আলিম-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস নির্ধারিত স্হানে বাস্তবায়নের দাবি

SBN

SBN

থমাস বাখের কাছ থেকে সনদ পেল সিএমজি

আপডেট সময় ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ, গত (শুক্রবার), হারবিন নবম এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি এবং চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়ুং যৌথভাবে, সিএমজি-র ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমসের আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল প্রোডাকশন টিমকে সনদ প্রদান করেন।

এ সময় বাখ বলেন, হারবিন এশিয়ান শীতকালীন গেমসের আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টারে সিএমজি-র পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি খুব আনন্দিত। সিএমজি-র আন্তর্জাতিক ব্রডকাস্টিং সেন্টার, ইয়াবুলি প্রোডাকশন সেন্টার সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সিএমজি-র শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রচার ক্ষমতা অলিম্পিক চেতনা প্রচারে দুর্দান্ত অবদান রাখছে। বরফ ও তুষার ক্রীড়ার প্রতি মানুষের উত্সাহ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাখ বলেন, গেল কয়েক বছর ধরেই আমরা সিএমজি-র অলিম্পিক চ্যানেল চালু হওয়ার সাক্ষী। টোকিও অলিম্পিক গেমস, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস, এবং প্যারিস অলিম্পিক গেমসকে কেন্দ্র করে আমরা সিএমজি-র সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করেছি এবং তা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক গেমস এক বছরের মধ্যে শুরু হবে। আমরা বিশ্বাস করি যে, সিএমজি পুরোপুরিভাবে গেমস সম্প্রচারে প্রস্তুত। আমরা সিএমজি-র অলিম্পিক সম্প্রচার কভারেজে উদ্ভাবনী উপস্থাপনা পদ্ধতি নিয়ে আসার এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে একটি নতুন অলিম্পিক দেখার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

অনুষ্ঠানে শেন হাই সিয়ুং বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের পর চীনে অনুষ্ঠিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার প্রতিযোগিতা হলো হারবিন এশিয়ান শীতকালীন গেমস। এই গেমসে, সিএমজি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় বরফ ও তুষার ইভেন্টের প্রধান সম্প্রচার পরিষেবা দেওয়ার দায়িত্ব নিয়ে, একটি সম্প্রচার দল প্রেরণ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে যৌথভাবে, সিএমজি “দ্রুততর, উচ্চতর, শক্তিশালী – আরও ঐক্যবদ্ধ” অলিম্পিক নীতিবাক্যের চেতনাকে সমুন্নত রাখবে; সিএমজির সম্পদ, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম সুবিধার পূর্ণ ব্যবহার করবে; বিশ্বমানের ইভেন্ট উত্পাদন ও সম্প্রচার ক্ষমতার সাথে উদ্ভাবনী ধারণাকে একীভূত করবে; আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রচারক ও শক্তিশালী যোগাযোগকারী হয়ে উঠবে; এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে চীনের ক্রীড়াচেতনা ও অলিম্পিক চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

সূত্র:শুয়েই-আলিম-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।