
চীন-শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সবুজ শিল্প সহযোগিতা প্ল্যাটফর্ম গত (মঙ্গলবার) থিয়েনচিনে চালু হয়েছে।
এই প্ল্যাটফর্ম সংলাপ ও যোগাযোগ গভীর করা, বিভিন্ন বাস্তব প্রকল্পের সহযোগিতা প্রচার করা, সবুজ মান ডকিং শক্তিশালী করা ইত্যাদি ক্ষেত্রে কাজ করবে, যেমন সবুজশিল্প সরবরাহ শৃঙ্খলের সমন্বিত উন্নয়ন ও গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন উত্সাহিত করা, সবুজ প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ প্রচার করা ইত্যাদি।
উন্মোচন অনুষ্ঠানে ‘এসসিও সবুজ শিল্প উন্নয়ন ও সহযোগিতা প্রতিবেদন ২০২৫’ প্রকাশিত হয় এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্পগুলো স্বাক্ষরিত হয়।
বর্তমানে সবুজ শিল্প এসসিও দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। চীন সকল সদস্য দেশের সঙ্গে যৌথভাবে সবুজ, উচ্চমানের ও টেকসই এসসিও উন্নয়নের ভবিষ্যত তৈরি করবে।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 



























