অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
খুলনার দাকোপে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ১’টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান’সহ মোঃ ইসমাইল শেখ (২৪) নামের এক যুবক আটক।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. দেওয়ান মো. আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর শুক্রবার রাতে দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড।
এ অভিযানে ইসমাইল শেখকে ১’টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান’সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ২’টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে । জব্দ দেশীয় ওয়ান শুটার পাইপগান’সহ আটককৃত ব্যক্তিকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।