
দিনাজপুর-ফুলবাড়ী সড়কে সদর উপজেলার চুনিয়াপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বাবুল হোসেন ও পৌর ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মোঃ সোহান। তারা দুজনে মামা-ভাগনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জনে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী উপজেলায় ভূমি অফিস যাওয়ার পথে সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী বাসের ধাক্কায় দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ট্রাফিক ইনেসপেক্টর হাসান আস্করি। তিনি জানান, নিহত সোহান হোসেন দিনাজপুর শহরে পাটুয়াপাড়া মাসুম হোসনের পুত্র এবং অপরজন একই মহল্লার আছির উদ্দিনের পুত্র মোঃ বাবুল হোসেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।