সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির আদর্শের যুবদল নেতা কামাল উদ্দিনকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগর প্রস্তাবিত কমিটির সভাপতির পদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দের আয়াজনে শহরের থানা পয়েন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সামছুল ইসলাম মংলার’ সভাপতিত্বে ও রুবেল সরদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজলা যুবলীগর সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক করিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হায়ুম মিয়া, স্বেছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ আওয়ামীলীগনেতা আব্দুল হানান, ইধন মিয়া, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রায়হান মিয়া, জামাল মিয়া, এনামুল হক প্রমুখ।
বক্তারা বলন, গত ১৪ নভেম্বর আওয়ামীলীগের কেদ্রীয় নেতাদের উপ¯িতিতে দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাবেক যুবদলনেতা কামাল উদ্দিনকে প্রস্তাবিত সভাপতি করায় এর তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানান এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রধানম¿ী শখ হাসিনার বিশ্ব¯ এবং র্দূদিনর তণমূলর বড় উঠা নতা সাবক উপজলা আওয়ামীলীগর যুগ্ম সাধারন সম্পাদক ও দিরাই পরসভার সাবক ময়র মাশারফ মিয়াসহ ত্যাগী নতাকর্মীদর নিয় নতুন কর কমিটি গঠনর দাবী জানান।