
মোঃ শাহারিয়া আহমেদ, খাগড়াছড়ি
সোমবার (২৮ মে) দুপুর উপজেলার মেরুং এবং কবাখালী ইউনিয়নে আকস্মিক বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।রবি ও সোমবার টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে মাইনি নদীর পানি আশে-পাশের ২৫ গ্রামে বন্যা কবলিত হয়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এতে পায় তিন-চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।এসময় তিনি আশ্রয়কেন্দে অবস্থানরত বন্যাকবলিত লোকদের মধ্যে শুকনো খাবার এর প্যাকেট বিতরণ করেন। শুকনো খাবার হিসেবে বিস্কুট, ডাল, মুড়ি ও চিড়া প্রদান করা হয়। এছাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সকলের জন্য উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনর রশীদ বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে চার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে কবাখালী ও মেরুং ইউনিয়নে চারশো পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।
মেরুং ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী, উপজেলা আনসার ভিডিপির থানা কর্মকর্তা মোঃ মোফাচ্চের হোসন, স্থানীয় ইউপি সদস্য মোঃ হোসেন।