
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন সব পক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিয়ে পরিস্থিতির অবসান ঘটানো, অঞ্চলে আরও বড় অস্থিতিশীলতা সৃষ্টি না করা এবং পুনরায় সংলাপে ফিরে এসে সমস্যা সমাধানের জন্য উপযোগী শর্ত তৈরি করার আহ্বান জানায়। যদি ইসরায়েল ও ইরানের সংঘর্ষ অব্যাহতভাবে বাড়তে থাকে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে ক্ষতিগ্রস্ত হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যথাক্রমে ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করে সংলাপের মাধ্যমে মতভেদ সমাধানের আহ্বান জানিয়েছেন। দুই দেশেরই উচিত সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি রোধ করা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসানে ব্যবস্থা নেওয়া।
মুখপাত্র আরও বলেন, বলপ্রয়োগ করে দীর্ঘস্থায়ী শান্তি আনা যায় না। যেকোনো আন্তর্জাতিক সংকট সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং শান্তি আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতির অবনতি রোধে কাজ করে যাবে।
সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 
























