
ডেস্ক রিপোর্ট
বহু প্রতীক্ষার পর সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ সরাসরি সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উক্ত দুই বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ফলাফল:
সর্বমোট ১১৫টি ভোট কাস্ট হয়।
সভাপতি পদে সাব্বির হোসেন ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দোদায়েব রহমান পান ৪৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ রাকিব সিকদার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মিরাজ ৫০ ভোট পান।
ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফলাফল:
সর্বমোট ২৮টি ভোট কাস্ট হয়।
সভাপতি পদে কাজী ইসতাফ আলভী ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ উদ্দিন বাবর ৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে সাকির আহমেদ ২৪ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অতিথিদের বক্তব্য:
ছাত্রদলের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে মোঃ আবু হোরায়রা বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের ভেতরে গণতন্ত্রের চর্চা বজায় রাখার জন্যই সরাসরি শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচিত করা হয়েছে। এটি প্রমাণ করে যে বিএনপি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী।”
সাধারণ শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে এ নির্বাচন শিক্ষাঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। উক্ত নির্বাচনে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন এবং ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেন।
সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বলেন গণতন্ত্র থেকে ধারা অব্যাহত রাখার জন্য ভবিষ্যতেও অন্যান্য বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ভোটে ছাত্রদল নেতা নির্বাচনের আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।