ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল Logo প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও Logo বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ Logo ঢাকার শেরে বাংলা নগর থেকে ৩ ছিনতাইকারী আটক Logo বুড়িচংয়ে মাল বুঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত Logo ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে- লাকসামে মিয়া গোলাম পরওয়ার Logo বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু Logo দুর্ঘটনার ঝুঁকিতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুঁদে শিক্ষার্থীরা Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ Logo গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

দুখের দেশ

  • গৌতম মণ্ডল
  • আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল

SBN

SBN

দুখের দেশ

আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷