
পঞ্চগড় প্রতিনিধি
ঢাকা বিভাগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন, পঞ্চগড় সদর উপজেলার মাহফুজার রহমান এর ছেলে এডভোকেট মোহাম্মদ মাহমুদুর রহমান (দোলন) সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
মোহাম্মদ মাহমুদুর রহমান (দোলন) ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী, সাহসী ও পরোপকারী ছিলেন। তার মেধা ও নেতৃত্বের গুনে আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মোহাম্মদ মাহমুদুর রহমান (দোলন) মকবুলার রহমান সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এল এল বি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এল এল এম করেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত মহৎ,সৎসাহসী ও নির্লোভ ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করেন।
২০১৪ সালে ঢাকা জজকোর্ট ও ২০২২ সাল থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
মোহাম্মদ মাহমুদুর রহমান (দোলন) মেধা,সততা ও সাহসী যোদ্ধা হিসেবে, আইন সেবায়, নিজেকে নিয়োজিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে পেশাদারিত্ব, মেধা ও অভিজ্ঞতা সংস্থাটির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী মহল।