অতনু চৌধুরী(রাজু):
দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যুকে গণধোলাই দিয়েছেন জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ দুবলার চরের কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাত ১১’টার সময় দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত জেলেদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়।
তিনি জানান, অন্য গ্রুপটি পাঁচ জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং তিন দস্যুকে গণধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বন বিভাগের দুবলার চর জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরেস্টার মো. খলিলুর রহমান বলেন, ৩ ভারতীয় দস্যুকে জেলেরা অস্ত্রসহ আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করেছে, এমন খবর তারা জেনেছেন। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।