ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু (ভিডিও) Logo ম্যাকাও মাতৃভূমির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনন্য অবদান রেখেছে Logo ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং Logo হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণে অগ্রগতি অর্জিত হয়েছে Logo ম্যাকাওয়ে সি’র সঙ্গে প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের বৈঠক Logo ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ Logo রাঙ্গামাটিতে বড় দিন কে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত Logo মিডিয়াকে ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া প্রয়োজন Logo বারভিডা নির্বাচন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে Logo কালীগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন

দুবাইওয়ালারা রবিউল রে নিয়া আরাব খান বানাইয়া দিলো

নজরুল ইসলাম, ইউ এ ই

ভারতের আছে শাহরুখ খান, আমির খান,সালমান খান এর পর ও তারা বাংলাদেশের শাকিব খান, জায়েদ খান থাকার পরেও দুবাইওয়ালারা রবিউল রে নিয়া আরাব খান বানাইয়া দিলো। আরাব খান পাঠানের মতো বক্স অফিসে ঝড় না তুললেও এখন টক অফ দ্য এশিয়া। সারা জাতি ঘুমাইতে পারতেছেনা হ্যায় এত টাকা কই পাইলো এই টেনশানে সোশ্যাল মিডিয়া সহ ন্যাশনাল নিউজে যেভাবে তার নামে জিকির হচ্ছে তাতে করে দেশের আইন,আদালত পুলিশ প্রশাসন সব কিছুর চোখে আঙ্গুল দিয়ে আরাব খান ইস্যুটা দেখিয়ে দেয়।

আর এই খান সাহেব এক বার উদ্ধোধন করলো সোনার দোকান পরে দেখা গেলো হুদাই সব ভুংভাং। কদিন পর পর রোলস রয়লেস একটা ভাড়া নিয়া টিকটক বানায় আর একেকটা ঘোষনা দেয় মহান দানবীর হাজী মহসীন এর খালাতো ভাই সে। ক দিন আগে দেখলাম ৫০ হাজার করে টাকা দিবে ৫০০০ পরিবার কে লাইভ করলো, পক্ষে বিপক্ষে কত ভিডিও কাউরে বলতে শুনলাম না যে কেউ টাকা পাইছে।
সব সময় দেখি সাদার মধ্যে লাল ষ্টাইপ দেয়া নাইট ড্রেসের মতো একটা জামা পইরা আসে আর নিজেরে দাবী করে বিলিওনার, হালা ফইন্নী নিজের জামা কাপড়ের ঠিক নাই হ্যায় ভাব দেখায় আম্বানীর বেয়াই।

গাড়ী নিয়ে বা দামী বুর্জ খলিফায় বসে করা ওর ভিডিও গুলো দেখলেই আমার মনে হয় কিছু সময়ের জন্য ভাড়া নিয়ে বানানো ভিডিও।
দেখা যাক আরাব খান কোথায় গিয়া থামে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু (ভিডিও)

SBN

SBN

দুবাইওয়ালারা রবিউল রে নিয়া আরাব খান বানাইয়া দিলো

আপডেট সময় ০৮:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

নজরুল ইসলাম, ইউ এ ই

ভারতের আছে শাহরুখ খান, আমির খান,সালমান খান এর পর ও তারা বাংলাদেশের শাকিব খান, জায়েদ খান থাকার পরেও দুবাইওয়ালারা রবিউল রে নিয়া আরাব খান বানাইয়া দিলো। আরাব খান পাঠানের মতো বক্স অফিসে ঝড় না তুললেও এখন টক অফ দ্য এশিয়া। সারা জাতি ঘুমাইতে পারতেছেনা হ্যায় এত টাকা কই পাইলো এই টেনশানে সোশ্যাল মিডিয়া সহ ন্যাশনাল নিউজে যেভাবে তার নামে জিকির হচ্ছে তাতে করে দেশের আইন,আদালত পুলিশ প্রশাসন সব কিছুর চোখে আঙ্গুল দিয়ে আরাব খান ইস্যুটা দেখিয়ে দেয়।

আর এই খান সাহেব এক বার উদ্ধোধন করলো সোনার দোকান পরে দেখা গেলো হুদাই সব ভুংভাং। কদিন পর পর রোলস রয়লেস একটা ভাড়া নিয়া টিকটক বানায় আর একেকটা ঘোষনা দেয় মহান দানবীর হাজী মহসীন এর খালাতো ভাই সে। ক দিন আগে দেখলাম ৫০ হাজার করে টাকা দিবে ৫০০০ পরিবার কে লাইভ করলো, পক্ষে বিপক্ষে কত ভিডিও কাউরে বলতে শুনলাম না যে কেউ টাকা পাইছে।
সব সময় দেখি সাদার মধ্যে লাল ষ্টাইপ দেয়া নাইট ড্রেসের মতো একটা জামা পইরা আসে আর নিজেরে দাবী করে বিলিওনার, হালা ফইন্নী নিজের জামা কাপড়ের ঠিক নাই হ্যায় ভাব দেখায় আম্বানীর বেয়াই।

গাড়ী নিয়ে বা দামী বুর্জ খলিফায় বসে করা ওর ভিডিও গুলো দেখলেই আমার মনে হয় কিছু সময়ের জন্য ভাড়া নিয়ে বানানো ভিডিও।
দেখা যাক আরাব খান কোথায় গিয়া থামে।