
ধারস্থ হওয়া যাবে না যিনি নিজেই একজন দূর্নীতিগ্রস্ত ব্যক্তি। দূর্নীতিগ্রস্ত কিনা কিভাবে বুজবেন? তাকে পরখ করতে হবে তার ঘরে দিয়ে। অর্থাৎ তিনি তার বোন ভাই এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের সাথে নীতি ঠিক রেখেছে কি না? ভাইকে নিম্ম মানের সম্পত্তি দিয়ে তিনি উচ্চ মানের সম্পত্তি নিয়েছে কি না? পৈত্রিক সূত্রে প্রাপ্ত বোনের পাওনা পরিশোধ করেছে কি না ইত্যাদি। উক্ত সকল প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নেন আপনি একজন ভালো সালিসদার পেয়েছেন এবং উক্ত সালিসের একটি চমৎকার ফলাফল পেতে যাচ্ছেন।
যে সকল বিষয়ে সালিস করার চেষ্টা করবেন না: খুন, ধর্ষন, চিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মারাত্মকভাবে কাউকে আঘাত করা, মাদককের সাথে জড়িত, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত, ডাকাতি। উক্ত সব বিষয়ের সমাধান আদালত কতৃক করুন।
সাবধান! আপনার যদি আশংক হয় এই সালিসে আপনি ন্যায় বিচার পাবেন না তাহলে সালিসে বসা থেকে বিরত থাকুন।
লেখক: জয়নাল আবেদীন মাযহারি
আইনজীবি ও সমাজ কর্মী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট কুমিল্লা।
ই-মেইল: joinalmajhari@gmail.com