দেবিদ্বার প্রতিনিধিঃ দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন এর তালতলা গ্রামের তালতলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আওয়ামিলীগ নেতা সহিদুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষীকা বৃন্দ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কাইউম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালতলা জামে মসজিদের সহকারী ইমাম মোঃ আতিকুল ইসলাম।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অভিভাবক সহ বর্তমান সকল শ্রেণির ছাত্র ছাত্রী সহ অনেক প্রক্তন শিক্ষার্থীরা। মিলাদ মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারোক বিতরণ করা হয়।