মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সরকারি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ০১৭৩৩-৩৫৪৯৪৪ নম্বরটি হ্যাক করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টা থেকে ওই নাম্বারটি হ্যাকাররা তাদের দখলে নিয়ে নেয়।
নির্বাহী কর্মকর্তার ওই নম্বর থেকে মেসেজের মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে জরুরী প্রয়োজন দেখিয়েছে ২০ হাজার টাকা করে চেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জরুরী প্রয়োজন শেষ করে সেই টাকা আবার ফেরত দেওয়ার কথাও জানিয়েছে হ্যাকাররা। শনিবার রাত ৯টা এ রিপোর্ট লিখা পর্যন্ত নম্বরটি ব্যবহার করে হ্যাকাররা বিভিন্ন জায়গায় লেনদেনের চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে।
এবিষয়ে শনিবার রাত সাড়ে ৮টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে এমন ঘটনায় তিনি বিব্রত। টাকা লেনদেন করে প্রতারিত না হওয়র জন্য তিনি সকলকে আহ্বান জানান। থানায় জিডি করে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানায় তিনি।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে অপরাধি চক্রটাকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি।