
নিজস্ব প্রতিবেদক
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেশবাসীকে অবহিত করেছে। ঘোষণায় জানানো হয়, ফজরের ঠিক পরেই তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ গুণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব হিসেবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছেন। দলীয়ভাবে দেশবাসীর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দোয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজনীতির মাঠে আপসহীন নেতৃত্ব, সংগ্রামী জীবন এবং ব্যক্তিগত দৃঢ়তা—সব মিলিয়ে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য নাম। তাঁর প্রয়াণে বাংলাদেশ হারাল এক শক্তিমান রাজনৈতিক অভিভাবককে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























