ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত Logo যৌথভাবে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে হবে : চিন পিংয়ের শীর্ষক প্রবন্ধ Logo ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি উচ্চতর রাজনৈতিক প্রজ্ঞার দর্শন Logo চীন দর্শনীয় স্থান পর্যটকদের জন্য মানবিক রোবট চালু করেছে Logo চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফর Logo চীনের ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান Logo যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কারোপ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য শৃঙ্খলা লঙ্ঘন করেছে Logo আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী Logo শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে আ. নেতার মুক্তির দাবিতে মহাসরক অবরোধ

টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা।

সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত জামালপুর আঞ্চলিক মহাসড়কের ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। পরে আন্দোলনের মুখে ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বানিয়াজান ইউনিয়নের যুবদলের সাবেক নেতা আনোয়ার হাসানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে।

রবিবার (২৩ এপ্রিল) আনোয়ার হোসেনের সঙ্গে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আনোয়ার হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। বেলাল হোসেনকে গ্রেপ্তারের খবর পেয়ে তার কর্মী-সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে এসে বিক্ষোভ করে। সন্ধ্যায়ও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ডে কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও সড়কে যাতায়াতকারীরা।

এসময় উপস্থিত ধনবাড়ীর সন্তান কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেহেরুল হাসান সোহেল বলেন, ধনবাড়ীতে দুঃসময়ের ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো নিয়মিত অত্যাচারের শিকার হচ্ছেন। তাই এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছেন। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভুল বোঝাবুঝি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেলাল হোসেনকে থানায় আনার পর তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। বেলাল হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

SBN

SBN

ধনবাড়ীতে আ. নেতার মুক্তির দাবিতে মহাসরক অবরোধ

আপডেট সময় ০৭:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা।

সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত জামালপুর আঞ্চলিক মহাসড়কের ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। পরে আন্দোলনের মুখে ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বানিয়াজান ইউনিয়নের যুবদলের সাবেক নেতা আনোয়ার হাসানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে।

রবিবার (২৩ এপ্রিল) আনোয়ার হোসেনের সঙ্গে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আনোয়ার হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। বেলাল হোসেনকে গ্রেপ্তারের খবর পেয়ে তার কর্মী-সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে এসে বিক্ষোভ করে। সন্ধ্যায়ও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ডে কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও সড়কে যাতায়াতকারীরা।

এসময় উপস্থিত ধনবাড়ীর সন্তান কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেহেরুল হাসান সোহেল বলেন, ধনবাড়ীতে দুঃসময়ের ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো নিয়মিত অত্যাচারের শিকার হচ্ছেন। তাই এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছেন। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভুল বোঝাবুঝি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেলাল হোসেনকে থানায় আনার পর তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। বেলাল হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।