
মানুষ কে মানুষ কি করে বিশ্বাস করব আর চিনবে। এই লোকটা ২ বছর যাবত সবার সাথে মিশে মার্কেট থেকে ভিবিন্ন ভাবে প্রতারণা করে ৪০/৫০ টা বিকাশের দোকান থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে।
২০/০৪/২০২৫ ইং তারিখে থেকে মোবাইল বন্ধ করে পালিয়ে গেছে।দয়া করে এই ব্যক্তিকে ধরিয়ে দিন।প্লিজ সবাই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন।এই প্রতারক বিভিন্ন জাগায় গিয়ে আরো অনেক প্রতারণা করে মানুষ কে নিঃস্ব করে ফেলবে।
কেউ তার সন্ধান দিতে পারলে এই নাম্বারে যোগাযোগ করবেন : 01710708989
01990009960
শরীয়তপুর সদর
চন্দ্রপুর ইউনিয়ন।
যে এই প্রতারক কে ধরিয়ে দিতে পারবেন তাকে ২০০০০০/( দুই লক্ষ টাকা)পুরস্কার দেওয়া হবে।