ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনায় পুত্রের হাতে পিতা খুন Logo দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উদাও Logo অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি

ধর্ষক

রাস্তা ছাড়েন প্লিজ!

কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই!

আজ তোরেই চাই।
দোষটা কি আমার?

তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ!

এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়।

আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু!

এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম!

চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার!

মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন!

চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই।

আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও।

চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই!

হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস।

কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা।

পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব।

জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু।

শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন।

ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ!

এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়!

এটাই বর্তমান সমাজের চিত্র।

সংগ্রহীত।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনায় পুত্রের হাতে পিতা খুন

SBN

SBN

ধর্ষক

আপডেট সময় ১০:২২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

রাস্তা ছাড়েন প্লিজ!

কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই!

আজ তোরেই চাই।
দোষটা কি আমার?

তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ!

এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়।

আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু!

এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম!

চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার!

মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন!

চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই।

আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও।

চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই!

হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস।

কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা।

পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব।

জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু।

শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন।

ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ!

এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়!

এটাই বর্তমান সমাজের চিত্র।

সংগ্রহীত।