মোঃ রায়হান, ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা: দাবি মোদের একটাই, যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় চাই” এই স্লোগানকে সামনে রেখে মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আয়োজনে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সাবেক ও বর্তমান ছাত্রনেতা ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল এর পরিচালনায় সাবেক ছাত্রনেতা ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আহ্বায়ক শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে সকাল ১১:০০ থেকে ১২:০০ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আহ্বায়ক শফিকুর রহমান মামুন তার বক্তব্যে বলেন, যোগাযোগ, আবাসন, চিকিৎসা, আইনশৃঙ্খলা বাহিনী এই সকল সুযোগ সুবিধা ও পরিবেশ যেখানে ভালো এমন যৌক্তিক উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয় চাই।
এই বিশ্ববিদ্যালয় নওগাঁ শহরের ১০ কিলোমিটারের মধ্যে হলে দেশের বিভিন্ন প্রান্ত হতে শিক্ষা গ্রহণের জন্য আসা শিক্ষার্থীরা জেলা সদর সংলগ্ন হওয়ায় সব ধরনের উন্নত সুযোগ সুবিধা পাবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র সদস্য মিজানুর রহমান সুমন, আল হাদি তিতাস, জনি মন্ডল কলেজ ছাত্রলীগের নেতা জিবরাঈল, নাহিদ সহ অনেকেই।
বক্তারা যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নওগাঁর বিভিন্ন উন্নয়নের কথাও বলেন।
উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহারা, রুপা, রাব্বি, মাহি সহ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা ও নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নওগাঁয় যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় চাই
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৭:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- ১৫৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ