নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সুদের টাকা দিতে না পারায় অশালীন আচারণ করায় অভিমান ও ক্ষোভে শাহিনা আক্তার (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলা সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ি গ্রামের মোঃ শাহিন আলম সংসারের অভাবের কারণে দাদন ব্যবসায়ীর কাছে সুদের উপর টাকা নেয়। সেই সুদের টাকা না দিতে পারায় দাদন ব্যবসায়ী শাহিন আলমের স্ত্রীর সাথে অশালীন আচারণ করেন।
এ অশালীন আচারণ মেনে নিতে না পেরে বুধবার বেলা ১০টার দিকে নিজ বাড়িতে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করেন। আত্মহত্যার সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহর প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটা আত্মহত্যা না অন্য কিছু তা ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলেও জানান তিনি।